অ্যান্ড্রয়েড নিয়ে কিছু কথা
অ্যান্ড্রয়েড এর নাম শুনে নাই এমন লোক মনে হয় খুব কম পাওয়া যাবে। ৫ নভেম্বের, ২০০৭ এ গুগল মোবাইল ফোনের অপারেটিং সিস্টেম হিসেবে ঘোষণা দেয়। যদিও Andy Rubin ২০০৩ সালের অক্টোবর মাসে প্রথম Android Inc. নামে কোম্পানি Palo Alto, California, United States তে শুরু করেন। তারপর ২০০৫ সালে গুগল Android Inc. কে তাদের অধীনস্ত কোম্পানি করে নেয়। এই হল অ্যান্ড্রয়েডের শুরুর দিকের কিছু সংক্ষিপ্ত ইতিহাস । আসলে অ্যান্ড্রয়েড কি? এই প্রশ্ন সবার মনে প্রথমে আসে। অনেকে বলে থাকে অ্যান্ড্রয়েড হচ্ছে মোবাইল অপারেটিং সিস্টেম। কথাটা ভুল না। তবে অ্যান্ড্রয়েড কেবলমাত্র অপারেটিং সিস্টেম নয়, আরও অনেক কিছুর সমষ্টি। From developer.android.com Android is an open source, Linux-based software stack created for a wide array of devices and form factors. সফটওয়্যার স্ট্যাক হচ্ছে অনেকগুলো সফটওয়্যারের সমষ্টি। নিচের ছবিটা অ্যান্ড্রয়েড সফটওয়্যার স্ট্যাকের প্রধান উপাদান গুলো দেখানো হয়েছে। ছবিটি নেয়া হয়েছে developer.android.com থেকে । অ্যান্ড্র...